জয়পুরহাটের সদর উপজেলার আমদই ইউনিয়নের সুন্দরপুর গ্রাম থেকে আনজুয়ারা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে এ ঘটনা ঘ...
নিহত আনজুয়ারা একই উপজেলার মাধাই নগর গ্রামের মাসুমের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে, সদর উপজেলার মাধাই নগর গ্রামের
মাসুমের সাথে আনজুয়ারার বিয়ে হয়। এ সময়ের মধ্যে তাঁদের কোন সন্তান হয়না। এর জের ধরে প্রায় তিন মাস আগে আনজুয়ারাকে ডিভোর্স দেন তাঁর স্বামী। এরপর থেকে আনজুয়ারা তাঁর মামার বাড়ি সদর উপজেলার সুন্দরপুর গ্রাম থাকেন। স্বামী কোনো খরচ দেয়না। অভাব ঘোচাতে বিদেশে যেতে চান তিনি।এজন্য বোনের কাছে টাকা চান আনজুয়ারা। কিন্তু বোন টাকা দেননি। এতে অভিমানে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস নিয়েছেন তিনি।
সোমবার বিকেলে জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি আত্মাহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বামীর সাথে দাম্পত্য কলহ এবং আর্থিক অভাব-অনটনের জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই