জয়পুরহাটের কালাই থানায় চাচা শশুড়ের বিরুদ্ধে এক ভাতিজা বউ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত চাচা শশুড় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল...
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে লুৎফর রহমান তার পরিবারের সাথে কথা বলার জন্য তার ভাতিজা বউয়ের ম্যাসেঞ্জারে নিয়মিত ফোন দিতেন। এরই ধারাবাহিকতায় তিনি তার ভাতিজা বউকে প্রেমের প্রস্তাবসহ নানা অনৈতিক প্রস্তাব দিতে থাকে। বিষয়টি ওই নারী প্রথমে তার স্বামীকে জানায়। এরপর তিনি ও তার স্বামী লুৎফর রহমানের বাবা মোস্তফা ফকির, মা লুৎফন নেছা ও ভাই নয়ন ফকিরকে অবগত করলেও উল্টো তাকেই তারা দোষারোপ করেন ও হুমকী ধমকী দেন।
ভুক্তভোগী ওই নারী জানান, তার প্রস্তারের কথাগুলো যদি আমার স্বামীকে বলে দেই, তাহলে তারা আমার স্বামীকে ভাড়া করা মাস্তান দিয়ে হত্যা করা হবে বলেও হুমকী দিয়েছে। আর এ জন্যই আমি আইনের আশ্রয় নিয়েছি।
এসব অভিযোগের বিষয়ে লুৎফর রহমানের সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে তার মা লুৎফন নেছা মুঠোফোনে ছেলে লুৎফর রহমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আমরা ছেলেকে শাসন করেছি। এছাড়াও বিষয়টি নিয়ে দুই পরিবারের সদস্যরা বসে সমঝোতা করার চেষ্টা করছি।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দীন বলেন, ভুক্তভোগী এক নারীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
শাহিদুল ইসলাম সবুজ।
কোন মন্তব্য নেই