Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

নানা কর্মসূচির মধ্য দিয়ে হিলিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি...

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। 

শনিবার সকাল ১১ টায় হাকিমপুর থানার আয়োজনে থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, সার্কেল এসপি শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে। এর আগে থানা চত্বর থেকে একটি র‌্যালি বের বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

এতে বক্তারা কমিউনিটি পুলিশিং ডে এর তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে সমাজের অপরাধ দমন,আইন শৃঙ্খলা রক্ষা, মাদকের প্রবনতা কমাতে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।



কোন মন্তব্য নেই

Ads Place