জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভানাই কুশলিয়া এলাকায় অভিযান চালিয়ে থেকে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার কর...
জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভানাই কুশলিয়া এলাকায় অভিযান চালিয়ে থেকে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন -জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের অমিত কুমার দেব্রত এবং একই উপজেলার সাকিদারপাড়া গ্রামের আরমান (৪২)।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঘটনা স্থল থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৪৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। রাতেই সদর থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই