Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জয়পুরহাটে নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুজন নিখোঁজ

জয়পুরহাটে নদীতে কালীপূজা উপলক্ষে পুরোনো প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে পড়ে দুজন নিখোঁজ হয়েছেন। আজ বুধবার দুপুরে শহরের চকশ্যাম এলাকায় ছোট যম...

জয়পুরহাটে নদীতে কালীপূজা উপলক্ষে পুরোনো প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে পড়ে দুজন নিখোঁজ হয়েছেন। আজ বুধবার দুপুরে শহরের চকশ্যাম এলাকায় ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করেছে।

নিখোঁজ দুজন হলেন সনজিৎ কুমার (২২) ও তন্ময় রজক (১৬)। তাঁরা দুজনই শহরের রেল কলোনি এলাকার বাসিন্দা। এর মধ্যে সনজিৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী ও তন্ময় রজক জয়পুরহাটের কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালীপূজা উপলক্ষে পুরোনো প্রতিমা বিসর্জন দিতে আজ দুপুরে কয়েকজন ছোট যমুনা নদীতে যান। এ সময় তন্ময় নদীতে পড়ে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে সনজিৎ নদীতে ঝাঁপ দিলে তিনিও নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. শওকত আলী জোদ্দার বলেন, ছোট যমুনা নদীতে নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেছে। রাজশাহীর ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি জানি না। খোঁজখবর নিচ্ছি।’

রবিউল ইসলাম রুবেল।



কোন মন্তব্য নেই

Ads Place