জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনা...
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ছাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস, মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাবীব তালুকদার লজিক, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, কালাই ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল প্রমুখ।
উল্লেখ্য, টুকটুক তালুকদার ২০২১ সালের ১৩ এপ্রিল কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। এবং ২০২২ সালের ১১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর নতুন কর্মস্থল বগুড়া জেলার আদমদিঘী উপজেলা।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই