জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাছির আলী (৪৮) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। তাছির আলী পাঁচবিবি উপজেলার ক...
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাছির আলী (৪৮) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। তাছির আলী পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, তাছির আলী দীর্ঘদিন থেকে বাড়ির পাশে তার নিজ পুকুরে মাছ চাষ করে আসছিলেন।
গতকাল রোববার রাত সাড়ে ১১ টার দিকে পুকুরে বিদ্যুতের লাইন মেরামত করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তাছির আলী।
কোন মন্তব্য নেই