জয়পুরহাটের কালাই পৌরসভায় দুটি আরসিসি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার ১ হাজার সাতশো তেষট্টি মিটার কাজের শুভ উদ্বোধন ক...
উদ্বোধন শেষে এমপি স্বপন বলেন কালাইয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। বর্ষায় যেন কাউকে রাস্তায় কাঁদা মাটিতে পা ফেলতে না হয় সেজন্য উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে রাস্তার কাজের উন্নয়নের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আমি জয়পুরহাটের মানুষের খাদেম দেহে যতদিন প্রাণ থাকবে তিনি জয়পুরহাটের মানুষের পাশে আছেন এবং আজীবন পাশে থেকে সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের সদস্য ও কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা ও সাবানা আক্তার, ইউপি চেয়ারম্যান জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আব্দুন নূর নাহিদ।
কোন মন্তব্য নেই