দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে দেশীয় পেঁয়াজের কেজি ৪০ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি না...
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রোজিনা ইয়াসমিন জানান,সামনে কোরবানি ঈদ।পেঁয়াজের চাহিদা বেশি থাকে।সেই সুযোগে দেশের কৃষকেরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন।এতে করে আমাদের সাধারণ ক্রেতাদের অনেক অসুবিধা হচ্ছে।ভারত থেকে পেঁয়াজ বন্ধের কারনে দেশের কৃষকরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দিয়েছে।যদি বাজার নিয়মিত মনিটরিং করা হতো তবে দাম কিছুটা হলেও কমে যেতো।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশীদ হারুন জানান, ইমপোর্ট পারমিট (আইপি) মেয়াদ শেষ হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতরের পর থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। এখন দেশি পেঁয়াজ বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে শুরু করছে। ঈদুল আযহার আগে দাম আরও বাড়তে পারে। তবে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দাম আরও কমে আসবে।হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই