জয়পুরহাটের ক্ষেতলালে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বটতলী-ক্ষেতলাল সড়কের বটত...
নিহত কলেজছাত্রের নাম সেতু সাহা (২২)। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার অফিসার পাড়ার স্বপন সাহার ছেলে। সেতু সাজা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সেতু সাহার এক বন্ধু জয়পুরহাট সরকারি কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁরা চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট সরকারি কলেজে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বটতলী-ক্ষেতলাল সড়কের নীরব বীজভান্ডারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেতুকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সেতু সাহা সিটকে সড়কের ওপর পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ক্ষেতলাল থানার উপপরিদর্শক (এসআই) মহাআলম বলেন, সেতুরা চার বন্ধু মিলে জয়পুরহাট সরকারি কলেজে এক বন্ধুর ফরম পূরণের জন্য যাচ্ছিলেন। পথেই এমন দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সেতুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী জানান, বালুবাহী ট্রাক জব্দ ও ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহত কলেজছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রবিউল ইসলাম রুবেল।
কোন মন্তব্য নেই