জয়পুরহাটে মাদকের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম স...
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন আরশেদ আলী (৫৮)। তিনি পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাঁকে একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাকিব সরকারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আরশেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় আরশেদের দেহ তল্লাশি করে ৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্যের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট আটজন সাক্ষ্য দেন।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, তাঁরা এ রায়ে সন্তুষ্ট।
আদালতের পুলিশ পরিদর্শক আবদুল লতিফ খান বলেন, সাজাভোগের জন্য আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিউল ইসলাম রুবেল।
কোন মন্তব্য নেই