পবিত্র ঈদুল উদযাপনের জন্য জয়পুরহাটে ৪৬৫টি ঈদগাহ প্রস্তুত করে রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদ জামাত সক...
জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলায় ১৩১টি, পাঁচবিবি উপজেলায় ৯৬টি, কালাই উপজেলায় ৮৬টি, ক্ষেতলাল উপজেলায় ৫৯টি ও আক্কেলপুর উপজেলায় ৯৩টিসহ মোট ৪৬৫ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন ঈদগাহ মাঠে পৃথক পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুগারমিল ঈদগাহ মাঠে সকাল ৭টা ও ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। কালেক্টর ঈদগাহ মাঠে সকাল ৮টায়, তেঘর ও কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠে সকাল ৯টায়, জয়পুরহাট সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পেশ ইমাম আবদুল মতিন জানান, ঈদের জামাতে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে দেশ ও জাতির সুখ-শান্তি, অগ্রগতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা জানান, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল ফিতর উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সেজন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জয়পুরহাট জেলা পুলিশ।
ঈদের প্রস্ততি সম্পর্কে জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানান, ঈদের প্রধান জামাতের সাথে সঙ্গতি রেখে সকল ঈদগাহ জামাতের সময়সূচী নির্ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসনকে চেকপোষ্ট বসাতে বলা হয়েছে।
এছাড়াও ঈদ উপলক্ষে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবার, এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এস এম শফিকুল ইসলাম।
কোন মন্তব্য নেই