জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। জয়পুরহাট-হিলি সড়কের বাগজানা এলাকা থেকে তাদের আটক করা হয়...
জয়পুরহাট-হিলি সড়কের বাগজানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাঁচবিবি থানাধীন ছিট মানিক এলাকার আব্দুল জলিলের ছেলে সাগর (৩২), মাতাস মঞ্জিল মালঞ্চ এলাকার মৃত মঞ্জুরুল করিমের ছেলে মানিক হোসেন (৪০), একই এলাকার শরিফ উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৫০) ও দমদমা পুরাতন পৌরসভা এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে শ্রীঃ রতন চন্দ্র রায় (৩৮)।
পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২০) মে বিকালে বাগজানা বাজার থেকে প্রায় ৩০০ মিটার দূরে ডিবি পুলিশের পরিচয়ে একটি সিএনজি গাড়ির গতি রোধ করে যাত্রীদের তল্লাশি করতে চেয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে এমন সময় পাঁচবিবি থানার এসআই মো. আনিছুর রহমান-২ সঙ্গীর ফোর্সসহ তাদের মধ্যে ৪ জনকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় আরও ৩/৪ পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার (২১ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
আল কারিয়া চৌধুরী।
কোন মন্তব্য নেই