পবিত্র ঈদুল ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে টানা ৬ দিন ছুটি শেষে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্ত...
পবিত্র ঈদুল ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে টানা ৬ দিন ছুটি শেষে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মধ্য যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিলো।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, গত রবিবার ১ মে থেকে বৃহস্পতিবার ৫ মে পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিলো। শনিবার ৭ মে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। একটি পত্র দ্বারা ইতিপূর্বেই হিলি কাস্টমস, হিলি স্থলবন্দর, বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যাংক, ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিলো।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, ঈদুল ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে আজ শনিবার পুনরায় বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীন সকল কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্য পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিলো ।
নিজস্ব প্রতিবেদক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই