জয়পুরহাটের কালাইয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো মেসার্স ইয়া ইলেকট্রনিকস এর সৌজন্যে এমইউপিএল ২০২২-এর। এবারের আসরের চ্যাম্...
শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিনফুজুর রহমান মিলন ও এমইউপিএল এর উদ্বোধক কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল।
এছাড়াও এমইউপিএল এর উপদেষ্টা ও কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না রশিদ, সাধারন সম্পাদক মিস মেরি, পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম তালুকদার।
এসময় হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কালাই প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুবিনুল হক মুবিন, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ও তরুণ প্রজন্মের নেতা আসাদুজ্জামান নয়ন, এমইউপিএল এর সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, বর্তমান আহবায়ক এ্যাডভোকেট নাফিউৎজামান তালুকদার ডলার, মেসার্স ইয়া ইলেকট্রনিকস এর ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন এর ডিলার আবু ইউছুফ মোঃ মাহবুবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ওয়ালটন এর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সন্মাননা স্মারক ও বিজয়ী দলের হাতে প্রাইজ মানির চেক তুলে দেন মেসার্স ইয়া ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী আবু ইউছুফ মোঃ মাহবুবুর রহমান। খেলায় স্পনসর হিসেবে ছিল ইয়া ইলেকট্রনিকস এবং মেডিকেল পার্টনার হিসেবে ছিল মল্লিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। মিডিয়া পার্টনার ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি জয়পুরহাট ডট কম ও উপজেলার জনপ্রিয় ফেসবুক পেজ কালাই ৫৯৩০ জিপিও।
উল্লেখ্য যে, ঈদ পূর্ণমিলনীকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারো ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লিগ (এমইউপিএল) ক্রিকেট টুর্নামেন্ট-২২-এর ট্রফি উম্মোচন এবং ২২ পাউন্ড কেক কাটার মধ্য দিয়ে ঈদের দিন মঙ্গলবার থেকে আয়োজনের উদ্বোধন ঘোষণা করা হয়। ১৯ টি দল এবারের আসরে অংশগ্রন করে খেলাকে প্রতিযোগীপূর্ন ও প্রাণবন্ত করে তোলে।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই