জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে রিদয় হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে।...
শুক্রবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে। রিদয় হাসান ওই গ্রামের রবিউল ইসলাম এর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকাল ১০টার দিকে রিদয় বাড়ির পাশে পুকুর পারে ইউক্যালিপটাস গাছের নিচে দাড়িয়ে ছিল এ সময় সেখানে বজ্রপাত হলে রিদয় আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর আলম বলেন, রিদয়কে আমরা মৃত অবস্থায় পেয়েছি। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
কালাই থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই