জয়পুরহাটের আক্কেলপুরে ১০ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ইউপি সদস্য মুক্তার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মুক্তার হোস...
জয়পুরহাটের আক্কেলপুরে ১০ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ইউপি সদস্য মুক্তার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মুক্তার হোসেন রায়কালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য এবং তার তিন সন্তান রয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তার হোসেন ওই ইউপির মালিগ্রাম গ্রামের ১০ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে প্রায়শই উত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে এবং প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার পথ রোধ করে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত মুক্তার। পরে মেয়েটি বিষয়টি পরিবারে জানালে মেয়েটির বাবা মুক্তারকে প্রাথমিকভাবে নিষেধ করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মেয়েটির বাবাকে বিভিন্ন হুমকি-ধামকি দেন। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার (৫ মে) মেয়েটির বাড়ির প্রাচীর টপকিয়ে মেয়েটিকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সম্মুখ থেকে অপহরণ করে নিয়ে নিয়ে যান। পরের দিন মেয়েটির বাবা বাদি হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর গত শুক্রবার রাতে উপজেলার রায়কালী বাজার থেকে মুক্তারকে গ্রেপ্তার করে তার হেফাজতে থাকা মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য তিন কন্যা সন্তানের জনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
মেয়েটির বাবা বলেন, ‘মুক্তার প্রতিনিয়ত আমার মেয়েকে রাস্তায় একা পেয়ে কু-প্রস্তাব দিত। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে নিষেধ করলে তিনি আরও চড়াও হয়ে বিভিন্ন হুমকি দিত। পরিশেষে রাতের অন্ধকারে অস্ত্রের মুখে জিম্মি করে আমার মেয়েকে অপহরণ করেন।’
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। মামলার পরে অভিযান চালিয়ে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার হেফাজতে থাকা মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।’
মওদুদ আহমেদ।
কোন মন্তব্য নেই