জয়পুরহাটে যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আবদুস সামাদ (৫০) নামে এক সুপারী ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ম...
নিহত আবদুস সামাদ কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বামন গ্রামের মৃত ফজির উদ্দিনের ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে বলেন, সুপারী ব্যাবসায়ী সামাদ সিএনজিতে করে দুই বস্তা সুপারি নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাট বাজারে যাচ্ছিলেন। পথে মধুপুকুর বাজার এলাকায় একটি বাইসাইকেল আরোহী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সিএনজি উল্টে যায়। এতে গুরুতর আহত হন আব্দুস সামাদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এস এম শফিকুল ইসলাম।
কোন মন্তব্য নেই