জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লিগ (এমইউপিএল) ক্রিকেট টুর্নামেন্ট-২২ ট্রফি উম্মোচন...
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার বিকেল থেকে চারদিন ব্যাপি কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অংশগ্রহণে ইচ্ছুক ১৯টি দলের অধিনায়কদের ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এমইউপিএল লীগের গ্রুপ পর্যায়ের লটারি আনন্দ উল্লাসের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ২০০৭ ব্যাচের ছাত্র ইন্জিনিয়ার আরাফাত মোর্শেদ শাওনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, কালাই থানার অফিসার ইনচার্জ ওসি এস,এম মঈনুদ্দিন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম তালুকদার, ইয়া ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক আবু ইউছুফ মোঃ মাহবুবুর রহমান।
এমইউপিএল-২২ উদযাপন কমিটির আহবায়ক নাফিউৎ জামান তালুকদার ডলার বলেন, ঈদ পূর্ণমিলনীকে সামনে রেখে এমইউপিএল এর ইতিহাসে আবারো অনেক বড় পরিসরে এ খেলায় মিলিত হতে যাচ্ছি। চারদিনব্যাপী খেলাটি ৩ তারিখ থেকে শুরু হয়ে ৬ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় মেডিক্যাল পার্টনার মল্লিক ডায়াগনস্টিক সেন্টার, মিডিয়া পার্টনার ডেইলি জয়পুরহাট, সহযোগিতায় ইয়া ইলেকট্রনিকস।
এমএইপিএল উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, খেলাটি সুষ্ঠভাবে পরিচালনার জন্য দক্ষ অ্যাম্পায়ার ও সেচ্ছাসেবী প্রস্তুত করে রাখা হয়েছে। সকলের অংশগ্রহণে খেলার মাঠটি প্রানবন্ত থাকবে এবং সকলের সহযোগিতায় প্রতি বছর এমইউপিএল অনুষ্ঠিত হবে।
মোঃ চঞ্চল বাবু।
কোন মন্তব্য নেই