জয়পুরহাট সদর উপজেলার মাস্টারপাড়া এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মিতু আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (০৪ মে) দুপুর...
বুধবার (০৪ মে) দুপুর আড়াইটার দিকে ধারকী-হিচমী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিতু জেলা সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা আবু হাসানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বানিয়াপাড়া শ্বশুর বাড়ি থেকে মা, ভাই, ভাবীসহ পাঁচজনকে নিয়ে একটি অটোরিকশায় করে বাবার বাড়ি পাঁচবিবি উপজেলায় রওনা দেন গৃহবধূ মিতু।
পথে ধারকী-হিচমী সড়কের মাস্টারপাড়া এলাকায় এলে অটোরিকশা থেকে পড়ে যান মিতু। এ সময় সামনের দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে আধা ঘণ্টা পরই মিতুর মৃত্যু হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, কোনো ধরনের অভিযোগ না থাকায় নিহত গৃহবধূ মিতুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
শাহিদুল ইসলাম সবুজ।
কোন মন্তব্য নেই