সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে কেউ শুকাচ্ছেন ধান, কেউ শুকাচ্ছেন খড় আবার কেউ কেউ ব্যস্ত ধান মাড়াই ও খড়ের পালা দেওয়া নিয়ে। বিদ্যালয়ের ...
সরেজমিনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠ দখল করে স্থানীয় গ্রামবাসীরা ধান মাড়াই, ধান শুকানো ও খড়ের পালা দিয়ে রেখেছে। স্কুল মাঠে খড় ও ধান শুকানোর কারণে জাতীয় সংগীত করতে পারছেন না শিক্ষার্থীরা। পড়াশোনার বিঘ্ন ঘটছে। শুধু তাই নয় শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পড়ছেন আর সহকারী শিক্ষিকা মাসুদা বেগম চেয়ারে বসে টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছেন।
সহকারী শিক্ষিকা মাছুদা বেগম বলেন, এখনো ক্লাস শুরু হয়নি তাই ঘুমাচ্ছি। এই বলে ক্ষিপ্ত হন তিনি। এ সময় স্থানীয় একাধিক ব্যক্তিও উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছেরাজুননেছা বলেন, বিদ্যালয়ের মাঠে খড়ের পালা দেওয়া ও ধান শুকানোর বিষয়ে স্থানীয়দের বার বার নিষেধ করলেও তারা কেউ আমার কথা শোনেন না। বেশি কিছু বলতে গেলে আমার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেন বলেন, এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলা হয়েছে। বিষয়টি উনি দেখবেন।
আল কারিয়া চৌধুরী।
কোন মন্তব্য নেই