জয়পুরহাটে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এতে ম্লান হতে বসেছে জেলাবাসীর ঈদ আনন্দ। মঙ্গলবার (৩ মে) ভোর ৬টা থেকে হঠাৎ করেই বৃষ্টির হানায় অস্বস্তি...
এদিকে বৃষ্টির কারণে খোলা মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের জামাতের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে ঈদের দিন প্রায় সারাদিনই বৃষ্টি থাকবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ঈদের দিন দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটিসহ রাজশাহীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে।
শাহিদুল ইসলাম সবুজ।
কোন মন্তব্য নেই