জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপদের (সওজ) জায়গা অবৈধভাবে দখল করে রাতারাতি গুদাম ঘর নির্মানের ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে জয়পুরহাট ...
জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপদের (সওজ) জায়গা অবৈধভাবে দখল করে রাতারাতি গুদাম ঘর নির্মানের ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে জয়পুরহাট জেলা সড়ক বিভাগের। আগামী ৭ দিনের মধ্যে কালাই পৌরসভার বাসট্যান্ড এলাকায় সড়ক ও জনপদের জায়গায় অবৈধ দখলকারীদের সকল স্থাপনা সরানোর নির্দেশ দিয়ে নোটিশ প্রদান করেছে। ৭ দিনের মধ্যে দখলকারীরা নিজ উদ্যোগে তাদের অবৈধ স্থাপনা না সরালে উচ্ছেদসহ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে (২৫ মে) জেলা উপ বিভাগীয় প্রকৌশলী কামিনী কান্তি রায় স্বাক্ষরিত এক চিঠিতে জানিয়েছেন।
জয়পুরহাট জেলার সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, কালাই বাসট্যান্ড এলাকায় সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মানকারীদের নোটিশ প্রদান করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে দখলকারীরা নিজ উদ্যোগে তাদের অবৈধ স্থাপনা না সরালে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য কালাই পৌরসভার বাসট্যান্ড এলাকায় দৈনিক বাজারে পাশে সড়ক ও জনপদের জায়গা রাতারাতি দখল করে চারপাশে টিনের বেড়া দিয়ে গুদাম ঘর নির্মান করেছেন পৌরসভার কাজি পাড়া মহল্লার রুহুল আমিন নামের এক যুবক। অভিযুক্ত রুহুল আমিন বলছেন সড়ক ও জনপদ থেকে মৌখিক অনুমতি নিয়ে ঘর নির্মান করেছেন। অথচ সড়ক ও জনপদের কর্তৃপক্ষ জানিয়েছেন তারা কাউকে ঘর নির্মানের জন্য লিখিত বা মৌখিক অনুমতি দেয়নি।
মোঃ চঞ্চল বাবু।
কোন মন্তব্য নেই