নিখোঁজের একমাস পর বিউটি খাতুন নামের এক তরুণীর লাশ পায়খানার কুপ থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্ব পাড়া...
জানা যায়, উপজেলার শিবপুর পূর্বপাড়ার প্রবাসী শাহ আলমের ছেলে উজ্জ্বল হোসেন (২১) পুলিশের হাতে আটকের পর হত্যাকান্ডের স্বীকারোক্তি অনুযায়ী তারই বাড়ির পায়খানার কুপ থেকে উদ্ধার করা হয় বিউটির খাতুনের লাশ। গত ২১ এপ্রিল রাতে ধর্ষণের পর বিউটিকে হত্যার করে দেহ খন্ড বিখন্ড করে উজ্জ্বল। পরে খন্ডিত দেহ পায়খানার কুপে ফেলে দিয়ে মাটিচাপা দেয় প্রেমিক উজ্জ্বল।
উল্লেখ্য মোবাইলে পরিচয়ের সূত্রে গত ২১ এপ্রিল রাতে শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড়া গ্রামের বিউটি প্রেমের টানে চলে আসে ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের উজ্জলের বাড়িতে। রাতে শারীরিক সম্পর্কের পর বিউটি বিয়ের জন্য চাপ দিলে উজ্জল তাকে শ্বাসরোধ করে হত্যার পর রাতেই তার নিজ বাড়ির পায়খানার কুপে ফেলে দেয়। পরবর্তীতে বগুড়া জেলা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার রহস্য উদঘাটন করেন।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই