জয়পুরহাটের আক্কেলপুর ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ শহীদুল নবী রিয়ন নামে এক যুবককে আটক করেছে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।...
আজ রবিবার সকাল দশটার সময় আক্কেলপুর উপজেলার হ্যালির মোড়ের পশ্চিম খাঁন সাহেব পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শহীদুল নবী রিয়নকে তার নিজ বাড়ি থেকে কালো রঙের একটি ব্যাগে দুইশত পিচ করে সাতটি পলিথিনে মোড়ানো মোট (১৪'শ') পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬০গ্রাম ক্রিস্টাল আইস এবং বাংলাদেশি নগদ ৫৯হাজার টাকাসহ তাকে আটক করে।
এ বিষয়ে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির বলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস ও বিপুল পরিমাণ ইয়াবাসহ সহ তাকে আটক করা হয়। আক্কেলপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ইউসুফ আলী।
কোন মন্তব্য নেই