জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে নূরানী নামে দুই বছর ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার উদয়পুর ইউনিয়নের ৪ ...
শিশুটির দাদী জানায়, সকালের দিকে অসুস্থ মেয়েকে দেখার জন্য শিশুটির দাদী বাড়িতে কাপড় কাছতিছিলেন। এক সময় কাপড় রোদে শুকানোর জন্য দিয়ে ফিরে এসে শিশু নূরানীকে খোঁজতে থাকে তার দাদী আছমা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সাথেই গভীর ডুবাই গিয়ে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে আসে।
স্থানীয় সূত্রে জানাযায়, শিশুটি বাহিরে পায়খানা করে বাড়িতে যায়। একটু পরেই শিশুটির দাদী তাকে খুঁজে না পাওয়ায় স্থানীয়রা পাশের পুকুর গুলিতে খুঁজতে বললে বাড়ির পাশে ডুবাতে গিয়ে শিশুটিকে ভাসতে দেখে। পরে তার পরিবারের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।
পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দীন ভোরের ডাককে বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত অব্যাহত আছে।
মিজানুর রহমান।
কোন মন্তব্য নেই