জয়পুরহাটে ৩১ কেজি গাঁজাসহ এমরান হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার ভোর রাতে সদর উপজেলার পাকুরতলী এলাকা থেকে তাকে আটক করা ...
আটককৃত এমরান হোসেন জয়পুরহাট সদর উপজেলার পাইকড় দাঁড়িয়া গ্রামের নুরল ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ রানা জানান, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। ভোরে পাকুরতলী এলাকায় অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
ক্যাম্প কমান্ডার আরও জানান, এমরান দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিভিন উপায়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এস ডি সাগর।
কোন মন্তব্য নেই