প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জয়পুরহাট...
আজ মঙ্গলবার বেলা ১১টায় জয়পুরহাট এক সংসদ সদস্য এ্যাড সামছুল আলম দুদুর আয়োজনে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, সহ-সভাপতি রাজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর ও জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাহমুদুল হিমু।
সমাবেশ থেকে আগামী দিনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
এরশাদুল বারী তুষার।
কোন মন্তব্য নেই