জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপি'র আটাপাড়া এলাকায় অবৈধ ভাবে ছোট যমুনা নদীর পাড় কেটে বালু বিক্রির অভিযোগে বালু ভর্তি ৪টি মেসি ট্র...
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপি'র আটাপাড়া এলাকায় অবৈধ ভাবে ছোট যমুনা নদীর পাড় কেটে বালু বিক্রির অভিযোগে বালু ভর্তি ৪টি মেসি ট্রাক্টর জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন। শনিবার দুপুরে মেসি ট্রাক্টরগুলো জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কোন জরিমানা করা হয়নি।
জানা গেছে, বেশ কিছুদিন থেকে ওই এলাকার প্রভাবশালী রাইহান হোসেন কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে আটাপাড়া এলাকায় অবৈধ ভাবে ছোট যমুনা নদীর পাড় কেটে বিভিন্ন জায়গায় বালু বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৪টি বালু ভর্তি মেসি ট্রাক্টর জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)।
পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন বলেন, অবৈধভাবে নদীর পাড় কেটে বালু বিক্রির অভিযোগে ৪টি বালু ভর্তি মেসি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
আল কারিয়া চৌধুরী।
কোন মন্তব্য নেই