জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ও আওলাই ইউনিয়নের ৬৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বাড়ি পাচ্ছে। আগামীকাল ম...
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ও আওলাই ইউনিয়নের ৬৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বাড়ি পাচ্ছে। আগামীকাল মঙ্গলবার সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পরিবারের মাঝে বাড়ী ও বাড়ীর মালিকানা কাগজপত্রগুলি হস্তান্তর করবেন। উপজেলায় তৃতীয় পর্যায়ে আরো ৫৪জনকে বাড়ি প্রদান করা হবে। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ি দেওয়ার কর্মসুচির অংশ হিসাবে উপজেলার ক’শ্রেণির ৩১৮ টি পরিবার চিহ্নিত করা হয়। এরমধ্যে ১২১টি পরিবারকে দেওয়া হবে। আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন তার অফিস কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নূরে শেফাসহ সাংবাদিকবৃন্দ। প্রেস ব্রিফিংয়ের ইউএনও আরো বলেন ২লাখ ৫৯হাজার ৫’শ টাকা ব্যায়ে সরকারি অর্থায়নে বাড়ির সাথে সাথে প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমিও রেজিষ্ট্রেশন করে দেওয়া হবে।
বাবুল হোসেন।
কোন মন্তব্য নেই