ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ২৭ টি ওয়ার্ডে ১১ হাজার ১০ জন পরিবার পেল প্রধ...
ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ২৭ টি ওয়ার্ডে ১১ হাজার ১০ জন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার (ভিজিএফ) এর চাল। প্রত্যকে পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আলীহাট ইউনিয়নে ৪৯৫০ টি পরিবার,খট্টামাধবপাড়া ইউনিয়নে ১২৬০টি পরিবার ও বোয়ালদাড় ইউনিয়নে ৪৮০০টি পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়।
বুধবার সকাল ১১ টায় উপজেলার ৩নং আলিহাট ইউনিয়ন পরিষদের চত্বরে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে এসব চাল তুলে দেন আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান। খট্টামাধবপাড়া ইউনিয়নে পরিষদের চত্বরে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে চাল তুলে দেন ইউপি চেয়ারম্যান কাউছার রহমান ও বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চত্বরে অসহায় দুস্থ্যদের মাঝে চাল তুলে দেন ছদরুল।
পরে বেলা ১২ টায় (ভিজিএফ) এর চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর- এ আলম।
এসময় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে তিনটি ইউনিয়নে ১১ হাজার ১০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হচ্ছে।
এসময় সেখানে দ্বায়িত্ব প্রাপ্ত অফিসার উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন অফিসার কবিরুল ইসলাম,২নং প্যানেল চেয়ারম্যান এমরান আলী,মহিলা মেম্বার লাভলী আক্তার,ইউপি সদস্য দীপংকর শাহা রিপন,ফিরোজ কবির,সানোয়ার হোসেন লেবুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই