জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ৩৯০ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ মুকুল হোসেন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়প...
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর হাসান মাহমুদ পিএসসি জানান, জেলায় মাদকদ্রব্য নির্মূলে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগজানা ইউনিয়নের বেলাল চৌধুরীর জেড বি এম ইট ভাটার পশ্চিমে হিলি-জয়পুরহাট রাস্তায় অভিযান চালিয়ে ৩৯০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মুকুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে বলে স্বীকার করে। পরে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা করা হয়।
বাবুল হোসেন।
কোন মন্তব্য নেই