Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

পাঁচবিবিতে কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ীঘর, ফসলের ব্যাপক ক্ষতি

জয়পুরহাটের পাঁচবিবিতে গতকাল শুক্রবার রাতে কয়েক মিনিটের কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়েছে ঘর বাড়ী সহ গাছ-পালা। হয়েছে শত শত বিঘা জমির ইরি-বোরো...

জয়পুরহাটের পাঁচবিবিতে গতকাল শুক্রবার রাতে কয়েক মিনিটের কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়েছে ঘর বাড়ী সহ গাছ-পালা। হয়েছে শত শত বিঘা জমির ইরি-বোরো, ভুট্টা, কলাবাগানসহ ফসলের ক্ষতি।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাত শুরু হওয়া ঝড়ে টিন ও মাটির বাড়ী গুলোর ছাউনী উড়ে যায়। সেই সাথে বিভিন্ন প্রজাতির গাছ ভেঙে পড়ে গেছে। ইরি- বোরো জমির ধানগুলো মাটিতে নুয়ে পরেছে। অধিকাংশ জমির ধানগাছ মাটিতে লুটোপুটি খাচ্ছে।  আশংকা করা হচ্ছে যদি আজ কালের মধ্যে আবারো ঝর বৃষ্টি আঘাত হানে তাহলে মাটিতে পরা ধান পানিতে তলিয়ে যাবে। তবে চলতি মৌসুমে বোরো ধান তোলা নিয়ে দুঃচিন্তায় পড়েছেন কৃষকরা।

শুধু ধান নয় কৃষকের চাষকৃত কলা বাগান, ভুট্টা, পাট, সহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

এদিকে উপজেলা বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বাগু জানায়, তিলে তিলে জড়ো করা কষ্টের টাকা দিয়ে বিঘা খানেক জমিতে কলা বাগান করেছিলাম, গতকালের কাল বৈশাখীর তান্ডবে তার সে স্বপ্ন মাটির সংগে মিষে গেছে।

কৃষক সাখোয়াত হোসেন বলেন, মাঠের কিছু সংখ্যক জমির ধান ছাড়া সকল জমির ধান মাটিতে গড়াগড়ি খাচ্ছে এতে করে ধানের উৎপাদন নিয়েও চিন্তিত হয়ে পড়েছি।

বাবুল হোসেন।



কোন মন্তব্য নেই

Ads Place