সঠিক পুষ্টিতে সুস্থ জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কিশোর-কিশোরীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়...
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পুষ্টি সপ্তাহ পালনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শ্যামল কুমার দাস এর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন।
জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলাম, আবাসিক মেকিকেল অফিসার ডা.তৌহিদুল ইসলাম মেরিন, ডা. রাকিব হাসান, ডা. রিয়া আজাদী, ডা. তন্ময় সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে।
নিজস্ব প্রতিবেদক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই