জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ৪৬০ পিচ ট্যাপেন্টাডল ও ১২০ পিচ যৌন উত্তোজক ট্যাবলেটসহ শাহিনুর রহমান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক...
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজারে জনৈক হকিকুলের মার্কেটের সিনহা মেডিসিন কর্নার নামক ফামের্সী দোকানে অভিযান পরিচালনা করে ৪৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২০ পিচ যৌন উত্তেজক ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল এবং যৌন উত্তেজক ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক ফার্মেসীর ব্যবসার আড়ালে কৌশলে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক এবং মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। পরে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
বাবুল হোসেন।
কোন মন্তব্য নেই