জয়পুরহাটে স্কুলছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করায় সাকিব হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুর...
বুধবার (৬ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে জামালগঞ্জ বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। এর আগে সদর থানায় একটি মামলা দায়ের করে মেয়েটির বাবা।
সাকিব জয়পুরহাট সদর উপজেলার শাহাপুর পশ্চিম পাড়া গ্রামের ফরিদ আহমেদ বিপ্লবের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৮ জানুয়ারি দুপুরে জয়পুরহাট সদর উপজেলায় বসবাসকারী দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী নিজ বাড়ির গোসলখানায় গোসল করছিল। কাপড় বদলানোর সময় উপরের দিকে দেখতে পায় প্রতিবেশী সাকিব নামে এক যুবক মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করছে।
এরপর অর্ধনগ্ন ভিডিও করার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বখাটে যুবক নানাভাবে ওই ছাত্রীকে ভয়ভীতি ও উত্ত্যক্ত করে আসছিল। এরই প্রেক্ষিতে থানায় মামলা দেয় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়।
শাহিদুল ইসলাম সবুজ।
কোন মন্তব্য নেই