দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকদ্রব্য হেরোইন (২১ পুড়িয়া) ও ইয়াবা ট্যাবলেট (১৭) পিচসহ আনসার আলী (৪৯) নামে এক জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকা...
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকদ্রব্য হেরোইন (২১ পুড়িয়া) ও ইয়াবা ট্যাবলেট (১৭) পিচসহ আনসার আলী (৪৯) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের মধ্য বাসুদেবপুর (রাজধানী মোড়) এলাকায় অভিযান চালিয়ে আনসার আলীর নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত আনসার ওই এলাকার মৃত নবাব আলীর ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিজ বাড়িতে মাদকসেবন ও বেচাকেনা করছে এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০ টার দিকে মধ্য বাসুদেবপুর (রাজধানী) মোড় এলাকায় অভিযান চালিয়ে আনসার আলীর নিজ বাড়ি থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন (২১ পুড়িয়া) যার ওজন (০২) গ্রাম ও ইয়াবা (১৭) পিচসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তিনি আরও বলেন,হাকিমপুর থানাকে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই