Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক বৃদ্ধ

জয়পুরহাটের কালাই পৌরশহরের থুপসাড়া মহল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে থুপসাড়া মহল্লায় এ ঘটনায় ঘটেছে। শনিবার রা...

জয়পুরহাটের কালাই পৌরশহরের থুপসাড়া মহল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে থুপসাড়া মহল্লায় এ ঘটনায় ঘটেছে। শনিবার রাতে এ ঘটনা জানার পর ওই শিশু কন্যার বাবা বাদী হয়ে কালাই থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই আবুল হোসেন মন্ডল (৭৪) নামে এক বৃদ্ধকে বাড়ী থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বৃদ্ধ থুপসাড়া মহল্লার মৃত আব্দুল জোব্বার মন্ডলের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, শিশু কন্যার বাড়ীর পাশে বৃদ্ধ আবুল হোসেনর মুদির দোকান। শুক্রবার জুম্মার নামাজের সময় ওই শিশু আবুল হোসেনের দোকানে বিস্কুট নিতে যায়। এ সময় বৃদ্ধ ওই শিশুকে তার দোকানের ভিতরে বসতে দিয়ে খাবার দেয়। পরে দোকানের গেট লাগিয়ে ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে কামড়া-কামড়ি করতে থাকে। একপর্যায়ে ওই শিশুর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করলে তখন ওই শিশু চিৎকার করতে থাকে। এ সময় নামাজে যাওয়া মুসল্লিরা তার দোকানের সামনে আসলে আবুল হোসেন ওই শিশুকে ছেড়ে দেয়। পরের দিন শনিবার দুপুরে মা তার শিশু কন্যাকে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে কামড়ের দাগ দেখতে পায়। পরে ওই শিশু তার মা-বাবাকে এ ঘটনা খুলে বলে। রাতেই শিশুর বাবা বাদী হয়ে বৃদ্ধ আবুল হোসেনকে আসামী করে কালাই থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।  

এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুঈনদ্দীন বলেন, ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আব্দুল কাদের।



 

কোন মন্তব্য নেই

Ads Place