জয়পুরহাটে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় হালিমুর রশিদ নামে এক অবসরপ্রাপ্ত প্রকৌশল কর্মকতা নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ...
জয়পুরহাটে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় হালিমুর রশিদ নামে এক অবসরপ্রাপ্ত প্রকৌশল কর্মকতা নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমুর রশিদ জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এর বাসিন্দা।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, আজ সোমবার ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে রাস্তা পার হচ্ছিলেন এলজিইডির সাবেক এই উপজেলা প্রকৌশলী। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার্ড করলে হাসপাতাল চত্তরেই তার মৃত্যু হয়।
এরশাদুল বারী তুষার।
কোন মন্তব্য নেই