এলাকায় যখন এক কেজি গরুর মাংস ছয়’শ টাকা দরে বিক্রি হয়, ঠিক তখনই চার’শ টাকা কেজি দরে মাংস পাওয়া যাবে বলে এলাকায় মাইকিং করা হয়। এমন প্রচার মাইক...
গরুর মালিক ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বামনগ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন শনিবার দিবাগত ভোররাতে সেহরি খাবারের পর তার একটি মাত্র গরু গোয়াল ঘর থেকে বাহিরে বারান্দায় বেঁধে রাখেন। এরপর তিনি ফজরের নামাজ পড়ে ঘরে গিয়ে ঘুম আসেন। সকাল বেলা তিনি ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে দেখতে পান বারান্দায় তার গরুটি নেই। গরু খোঁজা-খুঁজির জন্য তিনি বাহিরে বের হন। রাস্তায় বের হয়ে তিনি মাইকিং এ শুনতে পান স্থানীয় মোলামগাড়ীহাট বাজারে রোববার দুপুরে চার’শ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে। এমন অফার দিয়ে মাইকে প্রচার করেন মোলামগাড়ীহাটের কসাই ছানোয়ার হোসেন ছানো।
মাইকে প্রচার শোনে চুরি যাওয়া গরুর মালিক মোফাজ্জল হোসেনের সন্দেহ হয়। তখন তিনি কসাই ছানোয়ারের বাড়ী মোলামগাড়ীতে যান। সেখানে গিয়ে তিনি ছানোয়ারের গোয়াল ঘরে নিজের চুরি যাওয়া গরুটি দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে কসাই ছানোয়ারের বাড়ী থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় কসাই ছানোয়ার পালিয়ে যায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুঈনদ্দীন জানান, খবর পেয়ে মোলামগাড়ীহাটে গিয়ে কসাই ছানোয়ারের গোয়াল ঘর থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কসাই ছানোয়ার পালিয়ে গেছে। ওই ঘটনায় একটি মামলা হয়েছে।
আব্দুল কাদের।
কোন মন্তব্য নেই