জয়পুরহাটের কালাইয়ে ২৬ শে এপ্রিল মঙ্গলবার সকাল ৯টার সময় উপজেলা পরিষদ হলরুমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স...
উদ্বোধনের পর পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার এর সভাপতিত্বে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসাবে উপজেলার আহম্মেদাবাদ, জিন্দারপুর ও উদয়পুর ইউনিয়নে মোট ৩০টি নির্মাণকৃত জমি ও বাসগৃহ প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মিনফুজুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব উম্বুল বানীন দ্রুতি, কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, পৌর মেয়র রাবেয়া সুলতানা। আরো বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান, কালাই থানা অফিসার ইনচার্জ এস, এম মঈনুদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, কালাই প্রেসক্লাবের সভাপতি ও অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সভাপতি ইউএনও মহোদয়সহ অতিথিবৃন্দের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসগৃহের জমির দলিলপত্রাদি প্রদান করেন।
আব্দুল কাদের।
কোন মন্তব্য নেই