বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আন্দোলন শুরু হয়ে গেছে। বিদেশিদের সমর্থন আছে, দেশেও সমর্থন আছে। কিন্তু ফয়...
সবাইকে একতাবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি। ’আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের দাদড়া জন্তিগ্রাম এলাকায় জেলা বিএনপির ইফতার মাহফিল অংশ নিয়ে তিনি এ কথা বলেন। নিউমার্কেটের ঘটনা নিয়ে রিজভী বলেন, ‘গত কয়েকদিন আগে নিউমার্কেটের ঘটনায় পিটিয়ে হত্যা করল নাহিদ হোসেন নামে কুরিয়ার সার্ভিসের একজন কর্মচারীকে। পত্রিকায় কিছু ছবি দেখলাম হেলমেট পড়া কিছু লোক। এরা কারা? তিন দিন পর এদের পরিচয় জানা গেল। তারা ছাত্রলীগ, যুবলীগের কর্মী। ’
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহিদুল আলম হিটু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্জল, সদস্য সচিব মোক্তাদুল হক আদানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
কোন মন্তব্য নেই