Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

হিলি সীমান্ত পিলার পরিদর্শন করলো দু-দেশের সার্ভেয়ার

দীর্ঘদিন থেকে ভেঙ্গে যাওয়া,নষ্ট হওয়া ও চুরি হয়ে যাওয়া দুদেশে আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের সীমানা পিলারগুলো পুনরায় নির্মাণের লক্ষে দিন...

দীর্ঘদিন থেকে ভেঙ্গে যাওয়া,নষ্ট হওয়া ও চুরি হয়ে যাওয়া দুদেশে আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের সীমানা পিলারগুলো পুনরায় নির্মাণের লক্ষে দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করছেন দু-দেশের সার্ভেয়ার দল। 

শনিবার সকালে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি সীমান্তের চেকপোষ্ট জিয়োপয়েন্ট থেকে সীমানা পিলারগুলো পরিদর্শন করেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্বে দেন বাংলাদেশ ভুমি জরিপ ও রেকড অধিদপ্তর ঢাকার সার্ভেয়ার আশরাফুল হোসেন ও ভারতের পক্ষে নেতৃত্বে দেন পশ্চিমবঙ্গ কলকাতার সার্ভেয়ার খুদিরাম সরকার।

সার্ভেয়ার আশরাফুল হোসেন বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক যৌথ সীমানা নির্ধারণের কাজ চলছে। এই কাজের অংশ হিসেবে হিলি সীমান্তের কাজ করা হবে।সীমান্তের যেসব সীমানা পিলার কোন কারনে ভেঙ্গে গিয়েছে অথবা নষ্ট হয়ে যাওয়া বা চুরি হয়েছে এমন সীমানা পিলারগুলো নতুন করে নির্মাণ করা হবে।এগুলো নির্ধারণের জন্যই আজকের দুদেশের সার্ভেয়ার দলের যৌথ পরিদর্শণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ডেইলি জয়পুরহাট



 

কোন মন্তব্য নেই

Ads Place