সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ঈদের উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করেন জয়পুরহাট-১ আ...
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন স্থানীয় এমপি সামছুল আলম দুদু গৃহহীনদের হাতে জমির দলিল ও চাবী তুলে দেন
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিহাদ মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব প্রমুখ।
উল্লেখ্য, তৃতীয় পর্যায়ে উপজেলায় ১২১টি গৃহহীন পরিবার গৃহ ও জমি পাচ্ছেন। মজবুত ভিত্তি ও গুণগত মানসম্পন্ন প্রতিটি বাড়ি নির্মাণ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা। এই কার্যক্রমের আওতায় পাঁচবিবি উপজেলায় প্রথম পর্যায়ে ৩০টি এবং দ্বিতীয় পর্যায়ে ৩৭ মোট ১২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
বাবুল হোসেন।
কোন মন্তব্য নেই