জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। এ মামল...
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত দিলদারের ছেলে।
মামলার এজাহারে জানা যায়, গত (২২ এপ্রিল) গভীর রাতে সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন ওই গৃহবধূ। হঠাৎ করে ঘরের দরজা খোলার শব্দে গৃহবধূর ঘুম ভেঙে যায়। এ সময় গৃহবধূ চিৎকারের চেষ্টা করলে গৃহবধূর মুখ চেপে ধরে বলে আমি আফজাল তোর ভয় নেই। এই বলে গৃহবধূর ঘরে ঢুকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় সে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে থানায় এসে ধর্ষণের মামলা করেন।
বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন।
আল কারিয়া চৌধুরী।
কোন মন্তব্য নেই