সাভারে একটি পরিত্যক্ত মাঠ থেকে পায়ের রগ কাটা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকা...
নিহত ওই যুবকের নাম আবুল হায়াত (৩২)। সে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার শিবপুর গ্রামের মো আজিজার রহমানের ছেলে। তার মানিব্যাগ থেকে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
পুলিশ জানায়, ক্ষেতে কাজ করতে গিয়ে ওই লাশটি দেখতে পায় কৃষকরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। লাশের পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে পেটানোর চিহ্ন রয়েছে। তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছিল।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে তুলে নিয়ে এসে ওই জঙ্গলে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক।
কোন মন্তব্য নেই