দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের ২৩তম বর্ষপুর্তি পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ...
দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের ২৩তম বর্ষপুর্তি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হিলি বাজারস্থ লালসবুজ বার্তা পত্রিকা অফিসের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে এতে সুচনা বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের হিলি প্রতিনিধি সালাহউদ্দিন বুকল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ডিবিসি টেলিভিশনের হিলি প্রতিনিধি মাসুদুল হক, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাজ্জাদ হোসেন, মাছরাঙা টেলিভিশনের হালিম আল রাজী, আরটিভির আব্দুল আজিজ, যায়যায়দিনের প্রতিনিধি রমেন বসাক, বাংলা টিভির কুদ্দুস আলী, এসটিভির লুৎফর রহমান, দেশ রুপান্তরের নজরুল ইসলাম, আমাদের সময়ের মিজানুর রহমান, আলোকিত সীমান্তের স্টাফ রিপোর্টার ইনামুল হক, জয়পুরহাটের খবরের মোয়াজ্জেম হোসেন, লাল সবুজ বার্তার স্টাফ রিপোর্টার ফারহান ইসলাম, ইমরুল কায়েস, হিলি বার্তার স্টাফ রিপোর্টার মোস্তাকিম হোসেনসহ অনেকে।
আলোচনাসভা শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ একুশে টেলিভিশনের হিলি প্রতিনিধি সালাহউদ্দিন বকুলকে কেক খাওয়ায়ে দেন। পরে একুশে টেলিভিশনের হিলি প্রতিনিধি সালাহউদ্দিন বকুল উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদকে কেক খাওয়ায়ে দেন। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই