জয়পুরহাটে বাড়ি ভাংচুড়ের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ভুক্তভূগী পরিবার। সোমবার বেলা ১২টায় জয়পুরহাট প...
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অসুস্থ ইসমাইল হোসেনের পক্ষে নাতি নাঈম ইসলাম লিখিত বক্তব্যে জানান, তার জয়পুরহাট শহরের কিনাপাড়া এলাকায় প্রায় ৫০ বছর থেকে ভোগ দখল করা বসতবাড়িতে জমি সংক্রান্ত বিরোধে গত মাসের ১৮ তারিখে অবৈধ ভাবে প্রতিবেশী একলাস, গোলজার, আইজার, সাগরসহ ১৪-১৫ জন অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করে। এসময় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিকার না পেয়ে ভুক্তভূগী ইসমাইলের পরিবার সংবাদ সম্মেলন করেন। এরপরে ভাংচুরের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় কাউন্সিলরের ছোট ভাই বেদারুল ইসলাম বেদীনকে জড়িয়ে আমাদের বিরূদ্ধে “ জয়পুরহাটে সন্ত্রাসীদের দিয়ে জোড়পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ” শিরোনামে সংবাদ সম্মেলন করেছে ওই ভাংচুরকারীরা। প্রকৃত সত্য ঘটনা উদঘাটনের জন্য সরকারের বিভিন্ন সংস্থার কাছে সুষ্ঠ তদন্তের দাবি জানান ভুক্তভূগী পরিবার ।
এসময় উপস্থিত ছিলেন, ইসমাঈল হোসেন, তার স্ত্রী লাইলী বেগম , মেয়ে নার্গিস বেগম, ছেলে তাহাজ্জত সহ পরিবারের সকল সদস্যবৃন্দ।
জয়পুরহাট প্রতিনিধি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই