জয়পুরহাটের কালাইয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সয়াবিন তেলের দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার ...
জানা যায়, সয়াবিন তেলের সরকার র্নিধারিত মূল্য বোতলজাত প্রতি লিটারে ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেল লিটারে ১৩৬ টাকা দরে বিক্রি করতে হবে কিন্তু অসাধু ব্যবসায়ীরা অধিক দামে বিক্রি করে এমন অভিযোগে শনিবার বিকেলে কালাই বাসস্ট্যান্ড বাজার, পুরাতন হাট ও পাচঁশিরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার।
পৌর এলাকার পাচঁশিরা বাজারে তেলের দাম বেশি নেওয়ায় মীর ভ্যারাইটি ষ্টোরকে দুই হাজার ও চৌধুরী ভ্যারাইটি ষ্টোরকে পাঁচ হাজার, পুরাতন বাজারে তেলের দাম বেশি নেওয়ায় সুরাইয়া ভ্যারাইটি ষ্টোর এক হাজার।
এছাড়াও কালাই বাসস্ট্যান্ড বাজারে মুসা ভ্যারাইটি ষ্টোরকে দুই হাজার, জামান ভ্যারাইটি ষ্টোরকে চার হাজার, শহিদুল ভ্যারাইটি ষ্টোরকে পাঁচ হাজার, দুই বোন ষ্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কালাই থানার এস আই মাসুদ রানা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট টুকটুক তালুকদার বলেন রমাজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেশি নেওয়া হলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই