Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

শিবগঞ্জে ভাতিজার বটির কোপে চাচা নিহত

বগুড়ার শিবগঞ্জে ভাতিজার বটির কোপে চাচা জাকিরুল নিহত হয়েছে। জাকিরুল বগুড়া শজিমেকে গত ১০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার বিকাল সাড়ে তিনটার ...

বগুড়ার শিবগঞ্জে ভাতিজার বটির কোপে চাচা জাকিরুল নিহত হয়েছে। জাকিরুল বগুড়া শজিমেকে গত ১০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে মারা যান । লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বিকাল সাড়ে তিনটার দিকে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত জাকিরুল (৩৫) কিচক হরিপুর গ্রামের মৃতঃ তোজাম্মেল মোল্লার ছেলে। 

গত ১৫এপ্রিল (শুক্রবার) এই ঘটনায় পুলিশ নিহতের ভাতিজা তুহিন ও তার স্ত্রী মীম আক্তারকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজুতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার এসআই মামলার তদন্তকারি অফিসার মোঃ জিন্নুর রহমান।

নিহতের স্ত্রী চাম্পা বেগম বলেন, পারিবারিক কোলহে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্বামীর বড় ভাই এর ছেলে তুহিন আমাদের বাড়িতে ১৫ তারিখ শুক্রবার দুপুরে এসে আমার স্বামীকে বটি দিয়ে মাথায়, কাধেঁ ও দুই হাতে উপযুপরি কোপিয়ে জখম করে। গত ১০দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমারি স্বামী। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।নিহতের ছোট ভাই আব্দুর রহিম বাদশা বলেন, বটির কো‌পে  জাকিরুলের মৃত্যু হয়েছে।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, ময়না তদন্ত  শেষে লাশ পরিবারের নিকট হস্থাস্তর করা হয়েছে। এবিষয়ে ঐ দিনে মামলা হয়েছে, ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

খলিলুর রহমান।



কোন মন্তব্য নেই

Ads Place